শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোল মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ক্লাশ উদ্বোধন

Kharulকাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী বলেছেন, শিক্ষা আমাদেরকে দেশ ও জাতির ভবিষ্যৎ কল্যাণে অপরিহার্য। আজকের ছাত্রীরাই আগামী দিনের দেশ গঠনে ভূমিকা পালন করবে। একজন ছাত্রী নিজেকে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলে দেশের জন্য কাজ করে যেতে পারবে। সরকার নারীদের ক্ষমতায়ন এবং শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিগ্রী পর্যন্ত ছাত্রীদের উপবৃত্তি প্রদান করে উচ্চ শিক্ষার সুযোগ করে দিয়েছেন।

সোমবার সকাল ৯ টায় কাহারোল মহিলা ডিগ্রী কলেজ হল রুমে কাহারোল মহিলা ডিগ্রী কলেজের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রীদের ক্লাশ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। কাহারোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোছাম্মৎ আঞ্জুমান আরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্লাশ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র কলেজের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী এদিব খালেদা হানুম, অভিভাবক সদস্য ও সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, গঙ্গাধর রায়, সমির উদ্দীন সহ অত্র কলেজের শিক্ষক, অভিভাবকবৃন্দ ও ছাত্রীরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রাখেন।

 

Spread the love