শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোল ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপে­ক্সটিতে নানান সমস্যা ও অব্যবস্থাপনায় রোগী সেবার মান ব্যাহত হচ্ছে।।

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোল ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি নানান সমস্যা ও অব্যবস্থাপনায় রোগী সেবার মান ব্যাহত হচ্ছে। দিনাজপুরের এই মবস্বল জনপদের চিকিৎসা কেন্দ্রটির উন্নতি নেই। বছরে ২/৪ বার ঔষধপত্র প্রেরণ করা হলেও সাধারণ হত দরিদ্র রোগীদের প্রতি ঔষধ পত্র সংকট লেগেই আছে। রোগী সেবায় ঔষধপত্র কিছুদিন চললেও আবারোও সংকট দেখা দেয়। কর্মরতরা বলছে, সরকারী ঔষধপত্র অপ্রতুল। সবটাই আসেনা। ঋতু ভেদে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হলে প্রয়োজনীয় ঔষধ মিলেনা স্বাস্থ্য কমপেক্সটিতে। লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের শ্লিপ দেওয়া হলেও পরে রোগ সারানোর ঔষধ জুটেনা। সর্দি কাশি জ্বরের ঔষধ পাওয়া গেলেও শরীরের জটিল বিষ ব্যাথা লাঘবে ঔষধ সরবরাহ নেই। কখনও প্যারাসিটামল বিকমপ্লেক্স ও ক্যালসিয়াম বড়িও থাকে না। কাহারোল স্বাস্থ্য বিভাগে বিভিন্ন পদ পদবী নিয়ে ৫০ জনের মতো কর্মচারী কাজকরলেও চলছে অব্যবস্থাপনা আর অনিয়ম। নিয়মিত না আসা আগেই চলে যাওয়া আর দায়িত্ব পালন নিয়ে রয়েছে অভিযোগ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অধীন মোট ১৬ জন মেডিকেল অফিসার বরাদ্দ থাকার কথা থাকলেও কর্মরত আছেন ৫ জন ডাক্তার। এখানে ৯ জন ডাক্তার দেখানো হলেও বাহিরের উপজেলায় ডিপুটেশনে কাজ করেন ৩ জন। অথচ মাসিক বেতন নেন এখান থেকেই। ইউনিয়ন মেডিকেল অফিসার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র গুলিতে দেখা যায়না। সুত্র মতে রোগীদের খাবারের মান নিম্ন, সিডিউল মাফিক খাবার বিতরন হচ্ছে না। হাসপাতাল ভবন ও প্রাচীরে জীর্ণদশা। কর্মচারী কর্মকর্তাদের থাকার কোয়াটার গুলি সংস্কার বিহীন। দরজা জানালা নাজুক। অবশ্য এসব বিষয় নিয়ে উপরের কর্মকর্তাদের অবগত করা হলেও সুষ্ঠ উদ্যেগ নেই। রোগ ব্যাধি পরীক্ষা নিরীক্ষার উন্নত যন্ত্রপাতির অভাব। রোগী বহনের এ্যামবুলেন্সটিও অচল। নানান সমস্যায় কোন কোন কর্মচারী একই স্থানে দীর্ঘদিন যাবত চাকুরী করে ব্যাক্তিগত ফয়দা লুটছেন। অভিযোগ মতে, ইনডোর রোগীদের যথা সময় খোঁজ খবর নেওয়া হচ্ছে না। এই সকল সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপে­ক্স কর্মকর্তা ডাঃ শারমীনআরা জানান, সমস্যা নিরসনের চেষ্টা করবো। ঔষধপত্র চাহিদার তুলনা আসেনা, এছাড়া রোগী সেবায় উন্নত উপকরণ পাঠালে এলাকাবাসী উপকৃত হবে।

Spread the love