শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক

কাশী কুমার দাস স্টাফ রিপোর্টার : দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন, খেলাধুলা চর্চার মাধ্যমে দিনাজপুরের খেলোয়াড়রা এখন জাতীয় পর্যায়ে যথেষ্ট অবদান রাখছে। আমরা চাই তরুণরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় এগিয়ে থাক। এতে যেমন দিনাজপুরবাসীর গৌরব বাড়বে ঠিক তেমনি অবক্ষয়মুক্ত সমাজ গড়তে তারা অগ্রণী ভূমিকা রাখবে। তাই আমাদের সমত্মানদের মাঠমুখী করতে ক্রীড়া সংগঠক ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে।

গতকাল শনিবার বড় ময়দান ঈদগাহ মাঠ প্রাঙ্গণে জেলা ক্রীড়া সংস্থা দিনাজপুর আয়োজিত বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগ-২০১৪ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ মোকাদ্দেম আনোয়ার ওয়ান্ডারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আজিজুর রহমান, কিউট বাংলাদেশ এর প্রতিনিধি আব্দুস সালাম ও মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিনাত আরা চৌধুরী মিলি।

স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। কিউট বাংলাদেশ এর সৌজন্যে স্থানীয় ১২টি দল হ্যান্ডবল লীগে অংশগ্রহণ করছে। লীগের চূড়াত্ম খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর। উদ্বোধনী খেলায় অংশ নেয় জিমন্যাষ্টিকস কল্যাণ পরিষদ বনাম মতামত সংঘ এবং দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করে হ্যান্ডবল একাদশ বনাম জনতা ক্লাব।

Spread the love