শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামে আগুনে পুড়ল জামাই-শ্বশুরের বাড়ি

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে রহস্যময় আগুনে জামাই-শ্বশুরের বাড়িসহ ২০টি বাড়ি পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতে ওই উপজেলার নন্দিরকুটি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নন্দিরকুটি গ্রামের ব্যবসায়ী সৈয়দ আলীর গোয়ালঘরে আগুন লাগে। আগুন মুহূর্তেই আশপাশের ছয়টি বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে সব মামামাল পুড়ে যায়। ওই সময় জামাই আব্দুস সালামসহ স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে।

আরো জানা গেছে, সৈয়দ আলীর বাড়ির আগুন নেভানোর সময় জামাই আব্দুস সালামের বাড়িতেও হঠাৎ আগুন জ্বলে ওঠে। দুই বাড়ির দূরত্ব ৫শ’ গজ। এ সময় আগুন আরো ১২টি বাড়িতে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী সৈয়দ আলীর ছেলে শহিদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে না আনলে আগুনে কমপক্ষে দুইশ বাড়ি পুড়ে যেত।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ডিএডি মনোরঞ্জন জানান, প্রতিটি বাড়ীতেই বৈদ্যুতিক সংযোগ রয়েছে। ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Spread the love