মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষে পুলিশসহ আহত-১০

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের জিয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা খাতুনের নির্দেশে ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। ঘটনার সময় ৩ ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ জানায়, বৃহস্পতিার বিকেলে সাড়ে ৫টার দিকে শহরের জিয়া বাজারে দোকানে পলিথিন রাখার দায়ে নিরব স্টরের মালিক নুর আলমের ৫ হাজার টাকা জড়িমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা খাতুন। এসময় বাজার কমিটির লোকজন ও অন্যান্য ব্যবসায়ীদের সাথে কাটাকাটি হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের। এর এক পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে কে বা কাহারা আলুর ঢিল ছুড়লে এ সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় পুলিশ লাঠি চার্জের পাশাপাশি ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আর্ম পুলিশের সাব-ইনপেক্টর ফজলুল হক ও এক পুলিশ সদস্যসহ ১০জন আহত হয়। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Spread the love