শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কৃষকদের উন্নয়নে সকলকে ব্যবসার পাশাপাশি সেবামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে-দিনাজপুর সদর উপজেলা কৃষি অফিসার

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : দিনাজপুর সদর উপজেলার কৃষি অফিসার মোঃ মতলুবর রহমান কৃষকদের উন্নয়নে সকলকে ব্যবসার পাশাপাশি সেবামূলক মনোভাব নিয়ে কাজ করার আহবান জানিয়ে বলেছেন, বালাইনাশক একটি নিয়ন্ত্রিত পণ্য। এটি উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ আইন দ্বারা নিয়ন্ত্রিত। বালাইনাশক বিক্রেতাদের তিনি সরকারী নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ পূর্বক ব্যবসা করার জন্য আহবান জানান। তিনি বলেন, প্রতিষ্ঠানের কর্তৃত্বপত্র, সাইনবোর্ড, লাইসেন্স সময়মত নবায়ন, ক্রয় ও বিক্রয় রেজিষ্টার ও পরিদর্শন রেজিষ্টার যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। তিনি বলেন, কোনভাবেই অনুমোদিত, নিবন্ধনবিহীন, মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক বিক্রেতা বিক্রির জন্য মজুদ রাখা যাবে না।

 

২৯ জুলাই বুধবার শহরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন’র আয়োজনে বালাইনাশক এর নিরাপদ ও বিচক্ষণ ব্যবহার সম্পর্কিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম মোসত্মফা। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন অটোক্রপ কেয়ার লিঃ দিনাজপুর এরিয়া সেল্স ম্যানেজার কৃষিবিদ এসএম শরিফ, ম্যাকডোনাল্ড বাংলাদেশ লিঃ দিনাজপুরের এরিয়া সেলস ম্যানেজার মোঃ মহিউল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন বালাইনাশক কোম্পানির প্রতিনিধিবৃন্দের মধ্যে ম্যাকডোনাল্ড বাংলাদেশ লিঃ দিনাজপুরের রিজিওনাল সেল্স ম্যানেজার মিনহাজ উদ্দিন আহমেদ, ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ’র রিজিওনাল সেল্স ম্যানেজার কৃষিবিদ মোঃ নবীদুল ইসলাম, এ্যাথারটন ইমব্রুস কো. লিঃ’র এরিয়া সেল্স ম্যানেজার মোঃ নুরুল আমিন লিংকন, ম্যানএগ্রোভেট লিঃ দিনাজপুরের রিজিওনাল সেল্স ম্যানেজার মোঃ মোফাজ্জল হোসেন, ফলনী এাগ্রো ইন্ডাষ্ট্রিজ’র রিজিওনাল সেল্স ম্যানেজার শ্রী রণজিত কুমার পান্ডে, এমিনেন্স ক্যামিকেল ইন্ডাষ্ট্রিজ লিঃ’র এরিয়া সেল্স ম্যানেজার শ্রী বিশ্বচন্দ্র দেবনাথ। উক্ত প্রশিক্ষণে দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে আগত খুচরা বালাইনাশক বিক্রেতাগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ উপস্থিত খুচরা বিক্রেতাগণের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

Spread the love