শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার-ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান

ঘোড়াঘাট  থেকে মোঃ শফিকুল ইসলাম শফি ॥ ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা বলেছেন কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। বর্তমান আওয়ামীলীগ সরকার কৃষি বান্ধব সরকার। এই সরকার কৃষকের ভাগ্যান্নœয়নে নানামুূখী  কাজ করছেন। কৃষি পূর্নর্বাসনের মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ প্রদান করে আসছেন। যাতে করে কৃষকরা উৎসাহিত হয়ে দেশের চাহিদা মতো প্রয়োজনীয় বিভিন্ন ফলস উৎপাদন করতে পারে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার দেশকে উন্নয়ন শীল দেশে রুপান্তরিত করতে কাজ করে যাচেছ। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে সহযোগিতার আহবান জানান। গতকাল বহস্পতিবার ঘোড়াঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  ২০১৯-২০ অর্থ বছরে বরি ও খরিপ-১ মৌসুমের কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্য সার ও বীজ বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা গুলো বলেন। 

উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান। শেষে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।  উপজেলার ৪ টি ইউনিয়ন ও ১টি পৌর সভার  ১৩৮০ জন প্রান্তিক কৃষক কে ৩০ কেজি করে সার ও সরিষা, ভূট্টা, গম, মুগ ডাল বীজ বিতরণ করা হবে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। 

Spread the love