শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কেন্দ্রীয় ফুলতলা শশ্মান মন্দিরে ভক্তদের মাঝে গীতা বিতরণ

কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার ॥ গীতার চর্চ্চা, গীতার শিক্ষা জ্ঞান লাভ করা, গীতার নিয়মানুযায়ী জীবন যাত্রার মান  উন্নয়ন করা এবং প্রজন্ম সন্তানদের ধর্মীয় জ্ঞানের বিকাশ ঘটানোর লক্ষ্যে শ্রীশ্রী গীতা সংঘ বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা ফুলতলা শশ্মান কালী মন্দির ও রাধাগোবিন্দ জিঁউ’র মন্দির প্রাঙ্গণে হিন্দু ভক্তদের মাঝে শ্রী মদ্ভগবদ্্ গীতা বিতরণ করা হয়।
ভক্তদের মাঝে গীতা বিতরণ করেন প্রধান অতিথি শ্রীশ্রী গীতা সংঘ বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী। তিনি বলেন শ্রী মদ্ভগবদ্্ গীতায় প্রতি শ্লোক এক অপূর্ব অমূল্যনিধি, আধ্যাত্ম জগতের পর বিস্ময়। জীবন পথের পরিপূর্ণ পাথেয়। আজকের এই ভৌতিক যুগে যে মালিন্য দেখা দিয়েছে তাকে মনে রেখে ঘরে ঘরে শ্রী মদ্ভগবদ্্ গীতার বহুল প্রচার একান্ত আবশ্যক। একমাত্র শ্রী মদ্ভগবদ্্ গীতার দ্বারাই সমাজ ও মানুষের যথার্থ কল্যাণ সাধিত হতে পারে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফুলতলা শশ্মান ঘাট মন্দির কমিটির সাধারণ সম্পাদক গৌর চন্দ্র শীল, শ্যামল চন্দ্র শীল, পবিত্র পাল ও এ্যাড. দিলীপ পাল। অনুষ্ঠান শেষে র্কিত্তন ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Spread the love