বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কোতয়ালী থানার সহযোগীতায় লুথারেন চার্চের সমস্যা সমাধান

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর শহরের কসবা আউলিয়াপুর বাংলাদেশ নর্দান ইভানজেলিক্যাল লুথারেন চার্চ (বিএএনএইএলসি) ও শিবরামপুর সান্তাল এডুকেশন সেন্টারের সকল সমস্যা কোতয়ালী থানা এবং স্থানীয় কাউন্সিলারদের সহযোগীতায় সমাধান হয়েছে। সেই সাথে প্রধান কার্যালয়ের প্রশাসক লগেন কিসকুর কাছ থেকে দুটি অফিস ও চার্চের দায়িত্ব প্রশাসক এনোস হেম্ব্রম ও জিএস রেভারেন্ট হেম্ব্রমকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

গত বছর ডিসেম্বর মাসে সান্তাল এডুকেশন সেন্টারে সিনোট মিটিংয়ে চার্চ প্রধান কার্যালয়ে প্রশাসক লগেন কিসকুর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং অবৈধ ভাবে ক্ষমতা দখল করার অভিযোগে প্রতিবাদ করলে এনোস হেম্ব্রম ও রেভারেন্ট হেম্ব্রম সহ প্রতিবাদী ব্যক্তিদের বের করে দেওয়া হয় এবং নরেন বাসককে বাদী করে একটি মামলা দায়ের করে। বিষয়টি নিস্পত্তির লক্ষে ২ ফেব্র“য়ারী সম্প্রদায়ের লোকজন হুইপ ইকবালুর রহিম এমপির নিকট সুবিচার প্রার্থনা করলে তিনি কোতয়ালী পরিদর্শক বজলুর রশিদ ও স্থানীয় কাউন্সিলার মাসতুরা বেগম পুতুল, আশরাফুল আলম রমজান, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিজয় কুমার দাস, মহল্লা আওয়ামীলীগের সভাপতি রাশেদ পারভেজকে দায়িত্ব প্রদান করেন। গত ১৬ মার্চ শনিবার দুপক্ষকে ডেকে শালিশ বৈঠকের মাধ্যমে সত্য প্রকাশ হয়ে পড়লে বাদী নরেন বাসকে তার দোষ স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করলে কোতয়ালী থানা পুলিশ ও স্থানীয় কমিশনাররা দুটি চার্চ এবং প্রধান কার্যালয়ের দায়িত্ব বর্তমান প্রশাসক এনোস হেম্ব্রম ও জিএস রেভারেন্ট আমিন হেম্ব্রম কে বুঝিয়ে দেওয়া হয়।

Spread the love