শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কোন বিচার প্রার্থী ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সে দিকে সতর্ক থাকতে হবে-দিনাজপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ

এম.আর. মিজান ॥ দিনাজপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা বিচারক ও আইনজীবিদের প্রতি গুরুত্বারোপ করে বলেছেন, একজন বিচার প্রার্থীর ন্যায় বিচার নির্ভর করছে আইনজীবীদের উপর। বিচার প্রার্থীদের ন্যায় বিচারের ক্ষেত্রে বিচারক ও আইনজীবীদের মধ্যে সমন্বয় থাকতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিভার বিকাশ ঘটাতে হবে। তিনি বলেন, কোন বিচার প্রার্থী ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, এ ব্যাপারে আইনজীবিদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ল’ইয়ার্স ক্লাব অসহায় ও দরিদ্র বিচার প্রার্থীদেরকে সহযোগিতা করবে। এটাই আমাদের প্রত্যাশা। দিনাজপুর জেলা ও দায়রা জজ গতকাল মঙ্গলবার দিনাজপুরে ল’ইয়ার্স ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন যুগ্ম জেলা জজ প্রথম আদালতের এ এস এম তাসকিনুক হক, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মোঃ আয়েজ উদ্দীন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মাজহারুল ইসলাম সরকার, সাধারন সম্পাদক হাজী মোঃ সাইফুল ইসলাম এ্যাডভোকেট, পাবলিক প্রসিকিউটর পিপি মোঃ রবিউল ইসলাম, প্রবিণ আইনজীবি এ্যাড. আব্দুল হালিম, এ্যাড, হাসনে ইমাম নয়ন প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এ্যাড. মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী। দিনাজপুরে এই প্রথম ল’ইয়ার্স ক্লাব প্রতিষ্ঠিত হলো। প্রধান অতিথি বলেন, এই ক্লাবের মধ্য দিয়েই বিচারক ও আইনজীবিদের মধ্যে সক্ষতা গড়ে উঠবে। জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা আনুষ্ঠানিক ভাবে ল’ইয়ার্স ক্লাবের উদ্বোধন ঘোষন করেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাড. তোহা।

Spread the love