শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোর্ট স্টাফদের সাথে ব্লাস্টের সমন্বয় সভায় জেলা ও দায়রা জজ

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা বলেছেন, রাষ্ট্রের অঙ্গিকার কোন অসহায় মানুষ যাতে ন্যায় বিচার প্রাপ্তিতে বঞ্চিত না হয়। বিচার প্রার্থী বিচার প্রাপ্তির ক্ষেত্রে বিচারক-আইনজীবী ও কোর্ট স্টাফদের মধ্যে সমন্বয় থাকতে হবে। সকলকে মনে রাখতে হবে লিগ্যাল এইড এর মাধ্যমে যারা মামলা করতে আসেন তার প্রকৃতপক্ষেই অসহায়, গরিব ও অস্বচ্ছল ব্যক্তি। তাই তাদের মামলাগুলোকে মানবতার মানসিকতা নিয়ে দেখা উচিত। পাশাপাশি তাদের সাথে ভাল ব্যবহার করা দরকার। ২০ নভেম্বর বুধবার দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) দিনাজপুর ইউনিট এর আয়োজনে তিনি সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন। ব্লাস্টের চলমান কার্যক্রম তুলে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে ব্লাস্ট দিনাজপুর ইউনিটের সমন্বয়কারী এ্যাডঃ সিরাজুম মুনিরা বলেন, ব্লাস্ট ২০০০ সাল থেকে দিনাজপুর জেলায় দরিদ্র, অসহায় মানুষদের বিনামূল্যে আইনী সহায়তা প্রদান করে আসছে। ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুপারিশ দিয়ে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ। স্পেশাল জজ মোঃ মাহমুদুল করিম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আয়েজ উদ্দিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন, সিনিয়র সহকারী জজ এসএম শফিকুল ইসলাম, লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মাহিদুর রহমান, অতিরিক্ত জেলা দায়রা জজ মোঃ আনোয়ারুল হক, যুগ্ম দায়রা জজ এসএম তাসকিনুল আলম। কোর্ট স্টাফদের মধ্যে বক্তব্য রাখেন বেঞ্চ সহকারী মোঃ ফরিদ হোসেন, মাহাফুজ আলম ও পেসকার মোঃ আলিজার রহমান। ব্লাস্ট পরিচালনা কমিটির সদস্য এ্যাডঃ রফিকুল আমিন। এছাড়া আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এ্যাডঃ নুরুজ্জামান জাহানী ও সাধারন সম্পাদক এ্যাডঃ মোঃ তহিদুল হক সরকার।

Spread the love