বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটারদের দলবদল : তামিমের সর্বোচ্চ পারিশ্রমিক

Cricetঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ

দিনে আজ মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়ন

গাজী ট্যাংক ক্রিকেটার্সে সর্বোচ্চ

পারিশ্রমিকে যোগ দিলেন জাতীয় দলের

ওপেনার তামিম ইকবাল। তাবে টাকার

অংকটা কত তা জানাননি কোন পক্ষই।

এছাড়া পুল থেকে রুবেল হোসেনকেও দলে

ভিড়িয়েছে তারা। তবে পুল ভুক্ত

ক্রিকেটারদের দল বদলের শেষ দিনে

টোকেন কিনলেও কোন দলে যোগ দেন নি

জাতীয় দলের ২ স্পিনার সোহাগ গাজী ও

আরাফাত সানী। নিষেধাজ্ঞার কারণে ঢাকা

প্রিমিয়ার লিগের এবারের দল বদলে অংশ

নিতে পারছেন না সাকিব আল হাসান। তবে

নিষেধাজ্ঞা না থাকলে তিনি যে গাজী

ট্যাংকেই খেলতেন তা নিশ্চিতই ছিল। আর

তাই সাকিবের স্থানে অন্য কোন ক্রিকেটার

না নিয়ে, পুল থেকে ওপেনার তামিম

ইকবালকে এবারের দলবদলে সর্বোচ্চ

পারিশ্রমিকের বিনিময়ে দলে ভিড়িয়েছে

বর্তমান চ্যাম্পিয়নরা। এছাড়া পেসার

রুবেল হোসেনকেও দলে টেনেছে ক্লাবটি।

এদিকে দলবদলের ঠিক এক দিন আগে

মালিকানা বদল হওয়া কলাবাগান ক্রিকেট

একাডেমি পুল থেকে ওপেনার এনামুল হক

বিজয় ও অল রাউন্ডার সাব্বির আহমেদকে

দলে ভিড়িয়েছে। পাশাপাশি তাদের দলে

রয়েছে পেসার রবিউল ইসলাম, শামসুর

রহমান শুভ এবং আব্দুর রাজ্জাক। অন্যদিকে

ভিক্টোরিয়া দলে ভিড়িয়েছে ইমরুল কায়েস

ও মার্শাল আইয়্যুবকে। অন্যান্য বারের

তুলনায় এবার দল পেতে কিছুটা সমস্যা

হওয়ায় আক্ষেপ ঝরলো তাই ক্রিকেটারদের

কণ্ঠে।

এছাড়া পুল ভুক্ত ক্রিকেটারদের দলবদলের

শেষ দিনে টোকেন কিনলেও কোন দলে

যোগ দিতে পারেন নি জাতীয় দলের ২

স্পিনার সোহাগ গাজী ও আরাফাত সানী।

তবে আগামী ২৭ ও ২৮ আগস্ট পুলের

বাইরের ক্রিকেটারদের দলবদলে অংশ নিতে

পারবেন তারা।

এ প্রসঙ্গে গাজী ট্যাংক ক্রিকেটার্সের

চেয়ারম্যান লুৎফর রহমান বাদল বলেন,

আমার মনে হয় তারা মুশফিকের চেয়ে

বেশী হতে পারে কিন্তু কোনো অংশে কম

হবে না। মাঠে খেলোয়াড়দের পারফর্ম

করতে হবে তবেই সে চ্যাম্পিয়ন হবে।

আমার মনে হয় আমি আমার কাজটুকু

করতে পেরেছি বাকি কাজটা খেলোয়াড়রা

যদি মাঠে করতে পারে তবে চ্যাম্পিয়নশিপ

নির্ভর করবে। আর পুরনো দলে ফিরেই

আবারো শিরোপা স্বপ্ন দেখছেন তামিম। এ

প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, টিম যেভাবে

তৈরি হয়েছে আমি মনে করি এটি খুব শক্ত

একটি দল। আমরা যদি সবাই একসাথে

খেলতে পারি তবে অবশ্যই ভালো কিছু

সম্ভব।

 

Spread the love