শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ক্ষমতায় গেলে প্রাদেশিক ব্যবস্থা চালু করব : এরশাদ

5149ক্ষমতায় গেলে প্রাদেশিক ব্যবস্থা চালু করবেন বলে জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, ‘প্রত্যেক নাগরিকের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব হলেও তারা ব্যর্থ হয়েছে। জীবনের ভয়ে টাকাওয়ালারা দেশ থেকে পালিয়ে যাচ্ছেন। ক্ষমতায় গেলে আমরা প্রাদেশিক ব্যবস্থা চালু করব। দেশের জনগণকে শান্তি দেব।’

 

তিনি আরো বলেন, ‘মানুষ এখন পরিবর্তন চায়। তাই আগে বলেছিলাম আমাদের টার্গেট ১৫১ সিট, তবে এখন টার্গেট ২০১ সিট।’

 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আইইবি মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বিএনপি এবং আওয়ামী লীগ দুটিই ঘৃণিত দলে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এদের ক্ষমতায় যাওয়ার কোনো অধিকার নেই। তাই দেশের মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়। সে কারণে আমাদের স্লোগান হল, দুই নেত্রীর দিন শেষ, জাতীয় পার্টির বাংলাদেশ।’

 

এরশাদ আরো বলেন, ‘আমাদের একজন যুবরাজ লন্ডনে থাকেন। প্রায়ই তিনি বাণী দেন। সেদিন দেখলাম বিস্ময়করভাবে ছয়জন মন্ত্রী যুবরাজের সেই বাণীর প্রতিক্রিয়া ব্যক্ত করল। যুবরাজ আওয়ামী লীগকে কুলাঙ্গারের দল বলেছে। তার এ কথা শুনে আমার পুরোনো একটি প্রবাদ মনে পড়ে যায়, চালনি সুচকে বলে, তোমার পেছনে ছিদ্র!’

 

অনুষ্ঠানে মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক সৈয়দ আবু হাসান বাবলা ও  জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াকে  সংবর্ধনা দেওয়া হয়।

 

যুব সংহতির সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম, এম এ হান্নান প্রমুখ।

Spread the love