বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষুধা, দারিদ্র, দূর্ণীতি ও সন্ত্রাস মুক্ত দেশ গড়তে শেখ হাসিনার কোন বিকল্প নেই-হুইপ ইকবালুর রহিম

সাহেব, দিনাজপুর ॥  দিনাজপুর-৩ আসনের  সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি জনগনের অর্থনৈতিক মুক্তি এনে এ দেশকে উন্নত দেশে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, শেখ হাসিনার প্রধান মন্ত্রী থাকলে গরিব, ভ’মিহীন মানুষ থাকবে না । ক্ষুধা, দারিদ্র, দূর্ণীতি ও সন্ত্রাস মুক্ত দেশ গড়তে শেখ হাসিনার কোন বিকল্প নেই উল্লেখ করে আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর স্বাধীনতা বিরোধীরা যুদ্ধাপরাধীদের নিয়ে উল্লাসে মেতে উঠেছিল, ভেবেছিল এদেশ আবার পাকিস্তান হবে। স্বাধীনতা হরণ করা হবে। কিন্তু জাতির জনকের কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুকি নিয়ে মৃত্যুর মুখে দাড়িয়ে যুদ্ধাপরাধীদের সে ম্বপ্ন, আশা, আকাংখা ভেঙ্গে দিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসি এদেশকে কলংক মুক্ত করেছে। গণতন্ত্র ফিরে এসেছে। দেশ উন্নয়নের মহাসড়কে উঠেছে। এ উন্নয়ন ও স্বাধীনতাকে পরাভ’ত করতে বিএনপি, জামাতের ছত্র ছায়ায় যুদ্ধাপরাধীরা আবারও তৎপর হয়ে উঠেছে। ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে যুদ্ধাপরাধীদের দোসর বিএনপি, জামায়াত তথা ঐক্য ফ্রন্টকে বুঝিয়ে দিতে হবে। বিগত ১০ বছরে দিনাজপুর সদরে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। উন্নয়ন হয়েছে, হবে, হতে থাকবে; যদি নৌকা মার্কায় আবারও ভোট দেন।  হুইপ ইকবালুর রহিম ১৭ ডিসেম্বর সোমবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নে মাধবপুর সমাজ উন্নয়ন ক্লাব আয়োজিত বিজয় দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। মাধবপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ৪নং শেখ পুরা ইউনিয়নের ্েচয়ারম্যান মমিনূল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, ভাটিনা দাখিল মাদ্রাসার সাবেক সেক্রেটারি আজাহার আলী, মাধবপুর সমাজ উন্নয়ন ক্লাবের আহবায়ক মোঃ মোস্তাফিজুর রাহমান, সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসেন প্রমুখ। এছাড়াও তিনি শেখপুরা ইউনিয়নে ভোটারদের মাঝে গণ সংযোগ করেন।

Spread the love