বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খানসামায় ইঁদুরের গর্তের ধান সংগ্রহ উৎসব

ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর)  প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠে ঝরে পড়া ধান কুড়ানো ও ইঁদুরের গর্ত থেকে ধান বের করার কাজে ব্যস্ততায় দিন অতিবাহিত করছেন হতদরিদ্র পরিবারের নানা বয়সী মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে তাদেরধান সংগ্রহের পালা। এ যেন একপ্রকার উৎসব।সরজমিন  দেখে জানা গেছে, যাদের নিজস্ব জমি নেই কিংবা কোনো জমি বর্গা নিয়ে চাষাবাদ করেননি তারাই এসব ধান কুড়িয়ে তাদের শখ বা আশা পূরণ করে থাকেন। চলতি আমন মৌসুমে ধান কাটা-মাড়াই শুরু হওয়ায় তাদেরও উৎসব শুরু হয়েছে। কোথাও কৃষক তার ধান কেটে নেয়ার পর ফসলের মাঠ জুড়ে পড়েরয়েছে ধান গাছের  গোড়ালী যা স্থানীয় ভাষায় নাড়া বলা হয়। গোড়ালির ফাঁক দিয়ে রয়েছে ঝরে পড়া সোনালী ধান। কীট-পতঙ্গের আক্রমণে অনেক ধানের শীষের শাখা-প্রশাখা ভেঙে মাটিতে পড়েছে।গ্রামের হতদরিদ্র পরিবারের বউ-ঝি এবং  ছেলে মেয়েরা দল বেঁধে সেই ধান কুড়িয়ে নিচ্ছেন।  কেউ হাতে ডালি, চাইলন/চালুন, কারো হাতে বাশিলা, ঝাঁটা আবার কেউ হাতেব্যাগ নিয়ে মাঠে  নেমে পড়েছেন। অনেকের কাঁধে কোদাল আর কারো হাতে শাবল রয়েছে।ছোট ছোট ছেলেদের দৃষ্টি কেবল গর্তে, নাড়ার ফাঁক দিয়েমাটির দিকে ইঁদুরের কেটে নিয়ে যাওয়া ধান। ইঁদুরের গর্ত কিংবা ঝরে পড়া ধান দেখলেই ওদের চোখে-মুখে সোনালী হাসি ফুটে ওঠে। ইঁদুর কৃষকের ক্ষেত থেকে ধানের শীষ কেটে নিয়ে আপদকালীন খাদ্য হিসেবে মাটির নিচে গর্তে মজুত করে রাখে। ধান কুঁড়ানিরা সেই গর্ত খুঁড়ে ইঁদুরের খাদ্য বের করে নেয়। এছাড়া মাটি থেকে একটি একটি করে ধান কুঁড়িয়ে মুঠোয় করে ডালায় ভরে। মৌসুমের পুরো সময়টায় তারা এভাবেই ধান কুড়াচ্ছেন।এ কাজের সঙ্গে গ্রামের অভাবী-হতদরিদ্র পরিবারের লোকজন জড়িয়ে পড়েছেন। তারা প্রত্যেকে দৈনিক ৪/৫ কেজি করে ধান সংগ্রহ করছেন।খানসামা উপজেলার খামার পাড়া  গ্রামের মহসেনা  (৪০) ও তার স্বামী হাফিজ আলী  (৪৭) জানান, ৪ ছেলে ও এক মেয়েকে নিয়ে আমাদের পরিবার। পুরো বছরে চাল কিনে ভাত খাই। আমরা গরিবমানুষ। আমরা সরকারি খাস জমিতে বাড়ি করে বসবাস করছি। এ মৌসুমে প্রতিদিন ৬ জন মিলে১৫/২০  সের ধান পাই। এ দিয়েইআমাদের সারা বছর চলতে হয়। এরপরেও এখন পিঠা খাবার শখ হয়, ধান পামো কোন্‌ঠে। তাই এই সময় আসলে ধান খুঁটি। তারাই শুধু ধান খুঁটেন তা নয়, উনার মতো অন্য ধান কুড়ানি ছোট-ছোট ছেলে-মেয়েরাএকই কথা জানান। আবার অনেক ছেলেমেয়ে লেখাপড়া করার জন্যও ধান খুঁটে থাকেন।

Spread the love