শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খানসামায় ঈদ আনন্দে বিরক্তির নাম লোডশেডিং

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় ঈদ আনন্দে বিরক্তির নাম লোডশেডিং। সারা দেশের ন্যায় উপজেলার গৃহিণীরা ঈদের সেমাই- পায়েসসহ বিভিন্ন প্রকার রান্নার পর প্রত্যাশা করছেন টিভিতে ঈদের অনুষ্ঠান সূচী উপভোগ করতে কিন্তু সে আশা গুড়েবালি। কয়েকদিন থেকেই বিদ্যুতের লোড শেডিং এতটাই বেশী যে গৃহকর্তা সহ গৃহিনী রাত এবং ভোরে কোন কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেনি। এদিকে চলছে ভ্যাপসা গরম। আরামপ্রিয় বৃদ্ধ লোক এবং শিশুরা গরমে অতিষ্ঠ।
অপরদিকে বিদ্যূতের লোডশেডিং এবং ভোল্টেজ কম থাকায় ঠিকমত অনলাইনে কাজ করা সম্ভব হচ্ছে না যার ফলে বিপাকে পড়ছে এইচ এস সিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা।
কয়েকজন এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, সেচ মৌসুমের সময়েও এরকম লোডশেডিং পোহাতে হয়নি।
Spread the love