শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খানসামায় ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডোমটারী এলাকায় হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। আর হারানো এই খেলা দেখতে দর্শকদের ভিড় ছিল উপচে পড়া।

মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে এই খেলার আয়োজন বলে জানান হা-ডু-ডু টূর্ণামেন্ট আয়োজকরা।

এক সময় গ্রামীণ জনপদে হা-ডু-ডু, মোরগ লড়াই, গোল্লাছুট এর মতো খেলাগুলো ছিলো গ্রাম বাংলার বিনোদন ও আনন্দের উৎস। এই হারিয়ে যাওয়া খেলাগুলোকে আবারও ফিরিয়ে আনতে উপজেলার দক্ষিণ বালাপাড়া ডোমটারী মোড় ইয়াং স্পোর্টিং ক্লাবের আয়োজনে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে হয়ে গেল নীলফামারী কুন্দপুকুর সূর্যমুখী ক্লাব ও পাকেরহাট আরাজী জুগীরঘোপা দলের মধ্যকার ফাইনাল খেলা। হা-ডু-ডু ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।

Spread the love