শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খানসামায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের খানসামা উপজেলার সিট আলোকডিহি গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

১৮ এপ্রিল (বুধবার) বিকেলে উপজেলার সিট আলোকডিহি গ্রামে ইছামতি নদীর তীরে নতুন তৈরীকৃত বাজার কবিরাজের বাজারে লাঠি খেলা অনুষ্ঠিত হয়

কালের বিবতর্নে আর সময়ের সঙ্গে পাল­া দিয়ে হারাতে বসা আবহমান বাংলার জনপ্রিয় এই খেলা দেখতে খানসামা উপজেলার দুর-দুরান্তের গ্রাম থেকে শিশু, কিশোর, মহিলাসহ নানা বয়সী প্রায় কয়েক হাজার মানুষ ভীড় জমায়।

খেলা দেখতে আসা ছাতিয়ানগড় গ্রামের জুয়েল রানা জয়ের সাথে কথা বলে জানা যায়, খেলাটা এই প্রথম দেখলাম । অনেক ভালো লেগেছে।

বাজার প্রতিষ্ঠাতা মোঃ জিয়াউর রহমান কবিরাজ জানান, গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে লাঠি খেলার পাশাপাশি কয়েকদিনের মধ্যে হা-ডু-ডু, পাতা খেলা ও কবির গানের আয়োজন করা হবে।

খেলার আয়োজন করে খানসামা উপজেলার ছিট আলোকডিহি গ্রামের ইছামতি নদীর তীরে অবস্থিত কবিরাজ বাজারের প্রতিষ্ঠাতা মোঃ জিয়াউর রহমান কবিরাজ। এছাড়াও খেলা কমিটির সভাপতি সহিরউদ্দীন, সহ-সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মহির, কোষাধ্যক্ষ ফলিলুর রহমান সহ কমিটিবৃন্দরা এ খেলার আয়োজন করেন।

খেলায় গড়গ্রামের এনামুল, আজগার আলী ও দেলোয়ার হোসেনের নেতৃত্বে অংশগ্রহণ করেন ছাতিয়ান গড় ও ছিট আলোকডিহি গ্রামের ২৫ জন লাঠি খেলোওয়াড়। এসময় বিভিন্ন বয়সের দর্শকের উপচে পড়া ভিড় ছিল

Spread the love