শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খানসামায় দুই হাজার পাটচাষীর মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ শুরু

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ॥ “সোনালি আঁশের সোনার দেশ,মুজিব বর্ষে বাংলাদেশ” প্রতিপাদ্যে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পে’র আওতায় দিনাজপুরের খানসামায় পাট বীজ প্রাপ্ত দুই হাজার পাটচাষীর মাঝে রাসায়নিক সার বিতরণ কর্মসূচি-২০২০ শুরু হয়েছে।

মঙ্গলবার (৩০জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে দুই হাজার পাট চাষীর মাঝে রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু করেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম ও ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা প্রমূখ।

উল্লেখ্য,প্রত্যেক চাষীকে টিএসপি ৩কেজি,এমওপি ৩কেজি ও ইউরিয়া ৬ কেজি করে মোট ১২ কেজি সার দেয়া হয়।

Spread the love