শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খানসামায় মুকুলে ভরে গেছে আম গাছ ,বাম্পার ফলনের আশা

এস.এম.রকি, খানসামা ( দিনাজপুর) প্রতিনিধি : এখন ঋতুরাজ বসন্ত, তবে শেষের পথে শীতকাল। হালকা গরমের সঙ্গে দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন এলাকায় মুকুলে  মুকুলে ভরে গেছে আম গাছ । চারদিকে ছড়াচ্ছে মুকুলের সুবাসিত ঘ্রাণ। সর্বত্র আম গাছগুলো তার মুকুল নিয়ে হলুদ রঙ ধারণ করে সেজেছে এক অপরুপ সাজে।

উপজেলায় বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, সবখানেই ঋতুরাজ বসন্তের উপস্থিতি। রঙ্গিন ফুলের সমারোহে বর্ণিল সাজে সেজেছে যেমন প্রকৃতি চারপাশ। মুকুলের ভারে নুয়ে পড়ার উপক্রম চারপাশের প্রায় প্রতিটি আমগাছ।

উপজেলা কৃষি বিভাগের সঠিক পরামর্শ নিয়ে স্থানীয় বাগান মালিক ও আমচাষীরা ব্যস্ত সময় পার করছেন পরিচর্যা নিয়ে। অবশ্য গাছে মুকুল আসার আগে থেকেই তারা গাছের পরিচর্যা করে থাকে, যাতে গাছে মুকুল বা গুটি বাঁধার সময় কোন সমস্যা না হয়।

স্থানীয় কৃষকরা জানিয়েছে, প্রতিটি বাড়ির আঙ্গিনায়, হাট-বাজার, রাস্তা, ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও পুকুর পাড়সহ সব জায়গায় রয়েছে আম গাছ  ।

তারা আরো জানান, এ বছর যদি বড় ধরনের কোন প্রাকৃতিক দূর্যোগ না হয় এবং সময় উপযোগী বৃষ্টি পায় তাহলে আমের বাম্পার ফলন হবে।

Spread the love