শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খানসামা উপজেলায় একটি শিশু বিবাহ হতে দেব না-খানসামা উপজেলা চেয়ারম্যান

Cinirbonderবীরগঞ্জ প্রতিদিন: খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ্ বলেছেন, আমি খানসামা উপজেলায় একটিও  শিশু বিবাহ হতে দেব না। দেশটা আমাদের এদেশে ভালকে ভাল বলবো এবং খারাপকে না বলব। শিশু বিবাহ প্রতিরোধে চাই ব্যাপক সচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন। শিশু বিবাহ কখনও সমাজ জাতি ও দেশের মঙ্গল বয়ে আনতে পারে না।

বুধবার খানসামা উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত এসইউপিকে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ দিনাজপুর এর সহযোগিতায় গার্ল পাওয়ার প্রকল্পের আওতায় শিশু বিবাহ বন্ধে বাৎসরিক সম্মেলন-২০১৪ এর উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ৪নং খামারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ খালেকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীনুর আল, দিনাজপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রাণী বাগচী, জেলা রেজিষ্ট্রার, দিনাজপুর রনজিৎ কুমার সিংহ, প্ল্যানের ফিল্ড অফিসার দেবাশীষ সাহা, প্ল্যান বাংলাদেশ দিনাজপুরের প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মোবারক হোসেন, এসইউপিকের নির্বাহী পরিচালক মোজাফফর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্যা নুর নাহার বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী এসইউপিকে মেরাজউদ্দীন তালুকদার, প্ল্যান এরিয়া কো-অর্ডিনেটর আবুল হোসেন, ন্যাশনাল সার্ভিসেস কর্মী আইনুল ইসলাম, ঘর এর নির্বাহী পরিচালক মাসুমা গোলাপ চৌধুরী ও গোয়ালদিহী ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন এবং খানসামা থানার ওসি কৃষ্ণ কুমার। সভায় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্ত নারীরা অবদান রেখেছে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভার পুর্বে ‘‘ আইন প্রয়োগ করে নয়, সচেতনতাই পারে বাল্য বিবাহ বন্ধ করতে’’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Spread the love