শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খানসামা ও চিরিরবন্দরে কে হচ্ছেন ধানের শীষের কান্ডারী ?

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :আওয়ামীলীগ ও বিএনপির টানাপোড়ন আর মত-দ্বিমতের পর অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ অধিকাংশ রাজনৈতিক দল।
অন্যদিকে বিএনপির নির্বাচনে অংশ নেওয়া এবং সোমবার থেকে মনোনয়ন পত্র ছাড়ার খবরে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে বিএনপির প্রার্থী নিয়ে মাঠে-ঘাটে, হাট-বাজারে  চায়ের কাপে আলোচনার ঝড় উঠেছে। কে মনোনয়ন পেতে পারেন তা নিয়ে নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে চলছে চুল-ছেঁড়া বিশ্লেষণ।
ধানের শীষের মনোনয়ন দৌড়ে যাদের নাম শোনা যাচ্ছে লুসাকা গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি হাফিজুর রহমান,সাবেক সাংসদ আখতারুজ্জামান মিয়া,জামাত নেতা ও চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা, জাগপা নেতা আশরাফ আলী খান।
খানসামা উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন জানান, বিএনপি নির্বাচনমূখী দল এবং আমরা নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত।
তিনি আরো বলেন,সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট হলে বিএনপির বিজয় নিশ্চিত।
Spread the love