বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার প্যারোল নিয়ে পর্দার আড়ালে কিছু হচ্ছে না : কাদের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্যারোল চাইলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। পরে আবেদনের যৌক্তিকতা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

রোববার দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় তিনি আরও বলেন, প্যারোল নিয়ে পর্দার আড়ালে কিছু হচ্ছে না। মির্জা ফখরুল ইসলামের ফোন রং (ভুল) নয়, তিনি ঠিক করেছেন। ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির পথের শেষ নেই। প্যারোল, মানবিক আবেদন বা আন্দোলন কোন দিকে মুক্তি চায় তা বোঝা যাচ্ছে না। মির্জা ফখরুল ফোন করে মানবিক কারণে মুক্তি চেয়েছেন।

চট্টগ্রামে মেয়র পদে নতুন প্রার্থী দেয়া প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা পরিবর্তন বা কোনো বলয় ভাঙ্গা নয়। রাজনৈতিক ত্যাগের ফল হিসেবে প্রার্থী বাছাই করা হয়েছে। এক এমপির মানবপাচারের অভিযোগের বিষয়ে তিনি বলেন, দুদক বিষয়টি তদন্ত করে দেখবে।

Spread the love