শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়া আমপারা পড়তে পারলে আমি পদত্যাগ করব’

Sonsad “আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, খালেদা জিয়া ‘আমপারা’ পড়তে পারেন না। যদি পারেন আমি সংসদ থেকে পদত্যাগ করে চলে যাব।”সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য শামসুল হক  এ কথা বলেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, “জামায়াতকে ছাড়তে হবে। তবেই বিএনপির রাজনীতি করার অধিকার থাকবে।”

১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “এটা আল্লাহর দান। নইলে রওশন এরশাদ কেন বিরোধীদলীয় নেতা হবেন? আল্লাহর হুকুমে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।”

‘ধন্যি রাজার ধন্যি দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান দিয়ে এ সাংসদ শামসুল হক বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় কেউ শেখ হাসিনাকে মারতে পারে নাই। আর কোনোদিন কেউ তাকে মারতেও পারবে না।”

জাতীয় পার্টি দশম সংসদ নির্বাচনে অংশ নেয়ায় ধন্যবাদ জানান সরকার দলীয় এ সাংসদ।

Spread the love