শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুন হল রাবি ছাত্রলীগের হল সভাপতি

সাব্বির হোসেন অনিক (রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক) ঃ292801_506041776073355_842089242_n
গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
শাহ্‌ মখদুম হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সর্বশেষ পুলিশের উপ- পরিদর্শক
(এসআই) পদে নিয়োগ পাওয়া এস এম খলিলুর রহমান মামুন নিহত হয়েছেন। আজ
সন্ধ্যা ৬ টার দিকে তার গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার
ডোমেরহাটে এ সন্ত্রাসী হামলা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর
মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৭ টার দিকে তিনি মারা যান।
নিহত মামুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ থেকে ২০১২ সালে
মাস্টার্স পাস করেছেন। গত এক মাস ধরে তিনি হল ছেড়ে গ্রামের বাড়িতে
থাকতেন।
দলীয় সূত্রে জানা গেছে, মামুন বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে তার
গ্রামের বাড়ি ডোমেরহাট বাজার পাড়া এলাকায় কয়েক বন্ধু মিলে আড্ডা
দিচ্ছিলেন। এসময় ৭-৮ জন সন্ত্রাশী রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি
কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এতে তার মাথার মগজ বের হয়ে যায় এবং
শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে তাকে আশঙ্কাজনক রংপুর
মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মামুন মারা যান।
এদিকে মামুনের হত্যার বিচারের দাবিতে আজ রাত ৯ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়
শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। ছাত্রলীগ নেতা খুনের
ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ- সম্পাদক ওয়ালিদ আহমেদ কমল, রাজশাহী
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা ও সাধারণ সম্পাদক এস
এম তৌহিদ আল হোসেন তুহিন তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছেন।

Spread the love