শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খুব ভালো হয়নি লাল-সবুজের মেয়েদের

এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ মহিলা হকি টুর্নামেন্ট সামনে। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া আসরে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ। হকিতে বাংলাদেশের যে কোনো পর্যায়ের নারী জাতীয় দলের প্রথম টুর্নামেন্ট হবে এটি।

মূল টুর্নামেন্টের আগে তাই ভারতের সাই জাতীয় হকি একাডেমির মেয়েদের সঙ্গে প্রস্তুতি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ছয় ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হলো মঙ্গলবার।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নিয়ে অভিজ্ঞতাটা খুব ভালো হয়নি লাল-সবুজের মেয়েদের। হেরেছে ০-৬ গোলে।

হারটা অবশ্য অনুমিতই ছিল। কারণ সাই একাডেমির মেয়েরা অনেক দিন ধরে অনুশীলনের মধ্যে। তবে প্রথম কোয়ার্টারে কোনো গোল হজম না করে চমক দেখায় বাংলাদেশের মেয়েরা। পরের তিন কোয়ার্টারে ভেঙে যায় স্বাগতিকদের সব প্রতিরোধ। এমনকি আক্রমণে উঠতে না পারায় শেষদিকে ভারতকে গোলরক্ষক ছাড়াও খেলতে দেখা গেছে।

৫টি ফিল্ড গোল ও ১টি পেনাল্টি কর্নার থেকে গোল আদায় করে অতিথি মেয়েরা। বিনম্রতা যাদব সর্বাধিক ২ গোল করেন। একটি গোল করেছেন- লালান পুই, তানিয়া, লতিয়া মেরি ও লালরুয়াতফেলি।

বৃহস্পতিবার একই মাঠে সিরিজের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

Spread the love