বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খেলাধুলায় ভরপুর দিনাজপুরের ক্রীড়া ভবিষ্যত অতি উজ্জল -চেম্বার’র সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম

M Bমোঃ আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সিনিয়র সহ সভাপতি ও শহর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, খেলাধুলায় ভরপুর, মোদের এই দিনাজপুরের ক্রীড়া ভবিষ্যত অতি উজ্জল। এমন কোন খেলা নেই, দিনাজপুরের মাটিতে ছোয়া পায়নি। তিনি দিনাজপুরবাসীর আশীর্বাদস্বরূপ উল্লেখ করেন যে, গোর ই শহীদ বড় ময়দান না থাকলে হয়তো প্রতিটি খেলা সম্ভব হতো না। তিনি দিনাজপুরের ক্রীড়াজগতে বিশেষ অবদানের জন্য জাতীয় সংসদের মাননীয় হুইপ ইকবালুর রহিম এম পি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর ২৪ বছর ধরে উক্ত টুর্নামেন্ট আয়োজনের জন্য তিনি নিমনগর বালুবাড়ী যুব সমাজ কে অভিনন্দন জানান। বক্তব্য শেষে তিনি টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন ঘোষনা করেন।

৮ অগাস্ট শুক্রবার বিকেলে দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী যুব সমাজ আয়োজিত পলিটেকনিক ইনষ্টিটিউট মাঠ প্রাঙ্গণে ৬ষ্ঠ মিনি বিশ্বকাপ ফুটবল’২০১৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন। অনুষ্ঠানে দিনাজপুর অটো মোবাইল মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. রেহাতুল ইসলাম খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম নবী দুলাল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সল হাবিব সুমন, বেস্ট ইলেকট্রনিক্স দিনাজপুর’র সেলস শাখার এ জি এম এ. আর. এম. নূরউননবী টিটু। ১০টি দলের অংশগ্রহণে উদ্বোধনী খেলায় প্রতিযোগিতা করে বাংলাদেশ বনাম আর্জেন্টিনা। উদ্বোধনী খেলায় প্রায় ২ হাজার দর্শক খেলা উপভোগ করে।

Spread the love