শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খেলাধূলা, সাংস্কৃতিতে শরীর ও মন সুস্থ থাকে…..দিনাজপুরে জেলা প্রশাসক

DC  Dinajমোঃ ইউসুফ আলী, দিনাজপুর : জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন ক্রীড়াঙ্গনে দিন দিন দিনাজপুরে সফলতা লাভ করছে। স্কুল ও কোচিং নিয়ে পড়ে থাকলে হবেনা। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, সাংস্কৃতিতে শরীর ও মন সুস্থ থাকে। ভালো রেজাল্ট করলে ভালো মানুষ হওয়া যায়না। তিনি বলেন অভিভাবক হিসেবে তোমাদের সাফল্য কামনা করি। তোমরা মানুষের মত মানুষ হয়ে ভবিষ্যতে দেশ গড়ার কাজে এগিয়ে আসবে। ২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে দিনাজপুর বড়মাঠে জেলা স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতি আয়োজিত ৪৩ তম জেলা স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৪’র সনদপত্র ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন। জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম। এসময় দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শরীর চর্চা শিক্ষকবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। খেলায় যেসব ইভেন্ট ছিলো হ্যান্ডবল, কাবাডি, ফুটবলসহ বিভিন্ন খেলা গত ৩১ আগষ্ট খেলা উদ্বোধন করা হয়। খেলায় কাবাডিতে (বালক চ্যাম্পিয়ন হয়) দিনাজপুর উচ্চ বিদ্যালয় ও বালিকায় চ্যাম্পিয়ন হয় সৈয়দপুর শিকদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়।

Spread the love