শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খো-খো লীগ এর উদ্বোধন অনুষ্ঠানে আজিজুর রহমান

কাশী কুমার দাশ : দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিশিষ্ট ক্রীড় সংগঠক মোঃ আজিজুর রহমান বলেছেন, খো-খো খেলা গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা। যুগ যুগ ধরে এই খেলা গ্রাম বাংলায় জনপ্রিয়তার সাথে এই খেলা পরিবেশন হয়ে আসছে। দর্শকরা এই খেলা দেখে প্রচুর আনন্দ ভোগ করেন। এই খেলাকে ধরে রাখতে আমাদের গ্রাম বাংলার প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

গতকাল সোমবার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বড়মাঠ স্পোর্টস ভিলেজ সংলগ্ন মাঠে খো-খো লীগ-২০১৪’র উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ মোকাদ্দেম আনোয়ার ওয়ান্ডার। স্বাগত বক্তব্য রাখেন খো-খো লীগের আহবায়ক মোঃ রহমত আলী। খেলাপরিচালনা করেন মহশিন আলী, স্কোর কামরুজ্জামান, সহযোগি স্কোর হামিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য, আনিস হোসেন দুলাল, মোস্তাক আহমেদ ও অরুন সরকার। সভাপতির বক্তব্যে সুব্রত মজুমদার ডলার বলেন, ১১ বছর পর এই খেলা আবার অনুষ্ঠিত হচ্ছে। গ্রামীণ এই খেলাকে ধরে রাখতে হলে খেলোয়াড়দের এগিয়ে আসতে হবে। খো-খো লীগে দিনাজপুর জেলার ১২টি ক্লাব অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দিনাজপুর খো-খো একাডেমী বনাম ফুলতলা খো-খো দল। গতকাল এ খেলাটি উপভোগ করতে শত শত দর্শক ভীড় জমায় এবং আনন্দের সাথে খেলা উপভোগ করে।

Spread the love