বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খো খো লীগ ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার: দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবু রায়হান মিয়া বলেছেন, গ্রামীণ জনপ্রিয় খেলা খো খো কে জাতীয় পর্যায় প্রতিষ্ঠিত করতে খেলোয়াড়দের এগিয়ে আসতে হবে। দিনাজপুরে এখন খেলার মাঠ খেলায় ভরপুর। পড়াশুনার পাশাপাশি খেলোয়াড়দের খেলাধূলায় এগিয়ে আসতে হবে।

গতকাল বৃহস্পতিবার বড় ময়দানের স্পোটস্ ভিলেজ সংলগ্ন মাঠে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত খো খো লীগের ফাইনাল খেলায় তিনি পুরস্কার বিতরণ করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোকাদ্দেম আনোয়ার ওয়ান্ডার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আজিজুর রহমান, শহর সাধারণ সম্পাদক আসলাম হোসেন, মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা জিনাত আরা চৌধুরী মিলি। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। এ সময় উপস্থিত ছিলেন জাহেদী পারভেজ অপূর্ণ, মোসত্মাক আহাম্মেদ, আনোয়ারম্নল ইসলাম সুমী, অরম্নন সরকার ও সৈয়দ আজাদুর রহমান বিপু। খেলা পরিচালনা করেন মোঃ রহমত আলী, মোঃ মহসিন আলী ও মোঃ কামরম্নজ্জামান, স্কোরার হিসাবে ছিলেন মোঃ হাবিবুর রহমান। ধারা ভাষ্য বর্ণনা করেন মোঃ রফিক। ফাইনাল খেলায় অংশ নেয় ফুলতলা খো খো দল ও রসুলপুর মিলন ক্লাব। রসুলপুর মিলন ক্লাব চ্যাম্পিয়ন হয় এবং ফুলতলা খো খো দল রানারআপ হয়।

Spread the love