শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল

স্থানীয় সরকার, পল্লী উন্নযন ও সমবায় প্রতিমন্ত্রী ও রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ২০১৯ সালের মধ্যে গঙ্গাচড়া উপজেলাকে শতভাগ বিদ্যুৎতের আলোয় আলোকিত করা হবে। গঙ্গচড়া উপজেলার প্রধান সড়কে সোলার এর মাধ্যমে বিদ্যুতায়ন করা হবে।
তিনি গতকাল সোমবার গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টি আয়োজনে গঙ্গাচড়া ডিগ্রী কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, গঙ্গাচড়া উপজেলার উন্নয়নে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই রাস্তা-ঘাট, স্কুল কলেজ ও মাদরাসা, মসজিদ, মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে যেটুকু বাকী আছে তাও করা হবে। গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে সামসুল আলম বলেন, প্রতিমন্ত্রী রাঙ্গার হাত ধরে গঙ্গাচড়া এখন আর পুর্বের মতো নেই। এখানে উন্নয়নের জোয়ার বইছে। সেই ধারাবাহিতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো প্রতিমন্ত্রী রাঙ্গাকে এমপি হিসাবে নির্বাচিত করতে গঙ্গাচড়া উপজেলার দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাইলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বিশেষ অতিথি রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা,জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, জাপা নেতা উলিপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ডাঃ মো আক্কাস আলী সরকার, গঙ্গচড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, লক্ষীটারি ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী,আলমবিদিতর ইউপি চেয়ারম্যান আফতাবুজ্জামান, গজঘন্টা ইউপি চেয়ারম্যান ডা. আজিজুল ইসলাম, বিশিষ্ঠ ঠিকাদার মনজুর আহমেদ আজাদ। এছাড়াও অনুষ্ঠানে গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেযারম্যান ও ইউপি সদস্য উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

Spread the love