শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গণতন্রের লড়াইয়ে রাজপথে থাকবে বিএনপির

khaleda Zaiজিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার বেলা সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার জগদ্দল পাথরের মতো স্বৈরতন্ত্র চাপিয়ে দিয়েছে। গণতন্ত্র অবমুক্ত ও ভোটের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামের শপথ আমরা নিয়েছি।”

এই সংগ্রামে জনগণের বিজয় হবে- এমন প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, এই সংগ্রামে স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো সম্ভব হবে।”

পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

গত ২৫ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের জনসমাবেশে বক্তব্য দেয়ার পর এই প্রথম নেতা-কর্মীদের নিয়ে কোনো অনুষ্ঠানে অংশ নিলেন খালেদা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, ড. ওসমান ফারুক, অধ্যাপক আবদুল মান্নান, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, কেন্দ্রীয় নেতা জয়নুল আবদিন ফারুক, আসাদুজ্জামান রিপন, গাজী মাজহারুল আনোয়ার, মাসুদ আহমেদ তালুকদার, খায়রুল কবীর খোকন, নাজিম উদ্দিন আলম, হাবিবুবুর রহমান হাবিব, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া অঙ্গসংগঠনের হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, আ ন হ আখতার হোসেন, এম এ মালেক, মুনির খান, হাফেজ আবদুল মালেকসহ সম্মিলিতি পেশাজীবী পরিষদের আহবায়ক রুহুল আমিন গাজীর নেতৃত্বে পেশাজীবীরা জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ করেন।

জন্মবার্ষিকী উপলক্ষে কবর প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি পালন করে ড্যাব ও জিয়া সাংস্কৃতিক সংগঠন।

Spread the love