শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাইবান্ধার ঘাঘটে ধরা পড়েছে ১৫ কেজির বোয়াল মাছ!

গাইবান্ধা প্রতিনিধি:  এবার ১৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে জেলের জালে। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ঘাঘট নদীর গুড়া খাওয়া নামক এলাকা থেকে শুক্রবার বিকেল ৩টার দিকে মাছটি মুঠ (চটকা) জালে ধরা পড়ে। মাছটি ধরেন কলেজ খেয়াঘাটের মাঝিপাড়ার প্রফুল্ল মাঝির ছেলে প্রবীর।
জেলে প্রবীর জানান, মুঠ (চটকা) জাল দিয়ে তিনি ঘাঘট নদীতে মাছ ধরছিলেন। হঠাৎ করে তার জালে বোয়াল মাছটি ধরা পড়ে। পরে দুই-তিন জনের সহায়তায় বোয়াল মাছটি নদী থেকে উপড়ে তোলা হয়। ৪ ফুট লম্বার বোয়াল মাছটি ওজন হবে ১৫ কেজি। তবে মাছটি মালিক ২০ হাজার টাকা দাম হাঁকান।
এদিকে, মাছটি এক নজরে দেখার জন্য উৎসক মানুষ হৈহুল্লল শুরু করেছেন। বতর্মানে মাছটি কলেজ খেয়াঘাটের ব্রিজ সংলগ্ন এলার ঘাঘট নদীর পানিতে বেধে রাখা হয়েছে। ইতোমধ্যে কয়েকজন ক্রেতা মাছটি ১০-১২ হাজার টাকা দাম করছেন।

Spread the love