শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাইবান্ধার মুক্তিযুদ্ধ ভিত্তিক সংকলন ‘হৃদয়ে একাত্তর’র প্রকাশনা

জিল্লুর রহমান মন্ডল পলাশ, গাইবান্ধা

গাইবান্ধা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক নিয়মিত সংকলন ‘হৃদয়ে একাত্তর’র প্রথম সংখ্যার প্রকাশনা ও শহীদ মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা এবং একাত্তরের মুক্তিযুদ্ধের সংগ্রাম কমিটির সদস্যদের পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বুধবার জহুরুল কাইয়ুম সম্পাদিত এই সংকলনের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সৈয়দ শামস-উল আলম হিরু, সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, গৌতম চন্দ্র মোদক, একাত্তরের শহীদ পরিবারের মুক্তি রাণী চক্রবর্ত্তী।

 

সংকলনে সম্পাদনা পরিষদ সদস্য এম. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাড. সৈয়দ শামস-উল আলম হিরম্ন, সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, আমিনুল ইসলাম গোলাপ, মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, গৌতম চন্দ্র মোদক, মাহমুদুল হক শাহজাদা, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক জিএম চৌধুরী মিঠু, জহুরম্নল কাইয়ুম, মাহমুদুল গণি রিজন প্রমুখ। এর আগে সংকলনের সম্পাদনা পরিষদের পক্ষ থেকে একাত্তরের মুক্তিযুদ্ধে মহুকুমার সংগ্রাম কমিটির সদস্য শাহ আব্দুল হামিদ, নির্মলেন্দু বর্মণ, ওয়ালিউর রহমান রেজা, লুৎফর রহমান, আতাউর রহমান, জেলার শহীদ মুক্তিযোদ্ধা ও একাত্তরের শহীদ অমুক্তিযোদ্ধা আবুল কাশেম খোকা, বদিউল আলম চুনি, জগৎ চন্দ্র কর্মকার, প্রকাশ চক্রবর্ত্তী, ননী গোপাল সাহা, কেদার নাথ প্রসাদের পরিবারকেও সংবর্ধনা জানানো হয়। এতে মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন শাহ মশিউর রহমান ও চুনি ইসলাম এবং তবলায় সহযোগিতা করেন মাহমুদ সাগর মহববত।

Spread the love