বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাইবান্ধার সাদুল্যাপুরে মমিনা হত্যাকারিদের ফাঁসির দাবি

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার চিকনী গ্রামের বহুল আলোচিত গৃহবধু মমিনা হত্যাকারিদের ফাঁসির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে সাদুল্যাপুর পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাদুল্যাপুর উপজেলা নাগরিক কমিটির সভাপতি আবুল বাসার হান্নান পিন্টু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক আল-মামুন আজমী, নিহত মমিনার স্বামী এমদাদুল হক আকন্দ, এলাকাবাসী আল-আমিন মিয়া, আইয়ুব আলী, সৈয়দ আলী, কামরুল হাসান, আবু সালেহ, রেবা বেগম ও আফরোজা বেগম প্রমুখ।

বক্তারা পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, নৃশংসভাবে মমিনা বেগমকে হত্যার মূল হোতা আব্দুল হাই, মুছা ও সাদা মিয়াসহ অন্যান্য আসামিদের অবিলম্বে গ্রেফতার করে তাদের আইনের আওতায় এনে ফাঁসি দাবি জানান।

আন্দোলনকারিদের এমন বক্তব্যে প্রেক্ষিতে সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। আগামী তিন দিনের মধ্যে আসামিদের গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের চিকনী গ্রামের জসিম উদ্দিনের ছেলে এমদাদুল হক আকন্দের সঙ্গে আজাহার আলী আকন্দের ছেলে আবদুল হাই, রইছ উদ্দিনের ছেলে আবদুল বারি আকন্দ সাদা মিয়াগং ও নজির হোসেনের ছেলে মুছা আলীর জমি-জমা বিরোধ চলে আসছিলো। এরই জেরে ১৩ ডিসেম্বর হাইগংরা আকস্মিক হামলা চালিয়ে এমদাদুলের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ করাসহ তার স্ত্রী মমিনা বেগমকে নৃশংসভাবে হত্যা করে।

Spread the love