শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় কবি কুমকুম খাতুন’র হৃদয়ের ছোঁয়া কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

গাইবান্ধা প্রতিনিধি ॥ গাইবান্ধায় কবি কুমকুম খাতুন’র প্রথম কাব্যগ্রন্থ ‘হৃদয়ের ছোঁয়া’র মোড়ক উন্মোচন স্থানীয় জনতা পাঠাগারের উদ্যোগে শুক্রবার বিকেলে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জনতা পাঠাগারের সদস্য, স্থানীয় লেখক, কবি, সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রফেসর সমীর কুমার সরকারের সভাপতিত্বে মোড়ক উন্মেচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ছড়াকার, সাংবাদিক ও গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছিলেন টাঙ্গাইলের সোনারতরী সাহিত্য অঙ্গনের সভাপতি সবুজ সিকদার, গাইবান্ধা আরাফাত পলিটেকনিক ইন্সটিটিউটের পরিচালক ইঞ্জিনিয়ার আরাফাত ইয়াছির রুনু, রংপুরের কবি, লেখক ও কৃষিবিদ আহসান হাবিব লিবাটি, আয়োজক কমিটির আহবায়ক লেখক ও নাট্যকার ময়নুল হোসেন, বকু প্রধান, একরামুল হক, প্রধান শিক্ষক মোঃ মমিনুল ইসলাম সরকার, কবি অঞ্জলী রাণী দেবী, কবি নাসরিন বেগম নাজ, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কবি লিপু রহমান। এর আগে কবি কুমকুম খাতুন’র সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন কবি ও নাট্যকর্মী সোহেল রানা।

Spread the love