বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাইবান্ধায় গণশিক্ষার শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি : ধর্মমন্ত্রণালয়ের অধীনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতাধীন উপ-আনুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে আজ সোমবার গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল,  গাইবান্ধা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিত বকসী সূর্য।

আরো বক্তভ্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি পরেশ চন্দ্র সরকার, মো. হামিদুর রহমান, দীপক কুমার পাল, নাছির উদ্দিন শাহ, উজ্জল চক্রবর্ত্তী প্রমুখ।

অনুষ্ঠানে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৫ শ্রেষ্ঠ শিক্ষক ও ১০ শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

২০১৭ সালে এ কর্মসূচির আওতায় জেলায় ৮০টি শিক্ষা কেন্দ্রের মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৩১০ জন।

Spread the love