শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাইবান্ধায় তিন অবৈধ ইটভাটা ধ্বংস, ১৬ লাখ টাকা জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় অবৈধ তিনটি ইটভাটা ধ্বংস করেছে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে লাইসেন্স বিহীন আরও দশটি ইটভাটা থেকে ১৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (১০ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম ফয়েজ উদ্দিন উপজেলার সাকোয়া ও মহাদীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন, জেলা পরিবেশ অধিদফতর, ফায়ার সার্ভিস ও র‍্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩) গাইবান্ধা ক্যাম্প।

ইটভাটা ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে এস.এম ফয়েজ উদ্দিন বলেন, ‘নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা, বিনা লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় তিনটি ইটভাটা ধ্বংস করা হয়ে

এছাড়া আরও দশটি ইটভাটায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান জেলায় অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ধ্বংস করা তিন ইটভাটা হচ্ছে, উপজেলার সাকায়া এলাকার মেসার্স চৌধুরী ব্রিকস ও এমআরবি ব্রিকস। এছাড়া ঠুটিয়াপুকুর এলাকার এএফজে ব্রিকস।

Spread the love