মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় তীব্র শীতের প্রকোপ,দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

জিল্লুর রহমান মন্ডল পলাশ, গাইবান্ধা

গাইবান্ধা জেলার সর্বত্র তীব্র শীতের প্রকোপ শুরু হয়েছে। বুধবার দিনভর ঘন কুয়াশা ও কনকনে হিমেল হাওয়ায় সর্বসস্তরের মানুষ যুবুথুবু হয়ে পড়েছে। সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি। ঘন কুয়াশায় ছেয়ে ছিল প্রকৃতি। এদিকে হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জেলা-উপজেলা সদরে লোকজনের চলাচল বহুলাংশে কমে গেছে এবং ঘন কুয়াশার কারণে নদীতে নৌ চলাচল বিঘ্নিত হচ্ছে। ফলে চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং শীতের প্রকোপে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শীতবস্ত্রের অভাবে দু:স্থ মানুষেরা চরম বিপাকে পড়েছে। এই সুযোগে পুরাতন কাপড়ের মার্কেটগুলোতে গরম কাপড়ের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বয়স্ক এবং শিশুদের মধ্যে জ্বর, শ্বাস কষ্ট, কোল্ড ডায়রিয়াসহ শীত জনিত রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জেলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে রোগীদের ভীড় বেড়েছে।

 

এদিকে গাইবান্ধার পুরাতন বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের পক্ষ থেকে বুধবার শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩ শ’ দু:স্থ মানুষের মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লুলু। অন্যদের মধ্যে শেখ সামাদ আজাদ, মোজাম্মেল হক মন্ডল, ফুলমিয়া ও শাহজালাল প্রমুখ।

Spread the love