শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাইবান্ধায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি : মুজিববর্ষ উদযাপন উপলক্ষে পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের আওতায় গাইবান্ধা জেলার মাঠ পর্যায়ের নলকূপ মেকানিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে পানি সরবরাহ প্রযুক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার গাইবান্ধা জেলা শহরের উত্তরবঙ্গ ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট মিলনায়তনে গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে।

প্রশিক্ষণের শুরুতে প্রধান অতিথি রংপুর সার্কেলের তত্ত্বাধায়ক প্রকৌশলী মোঃ বাহার উদ্দিন মৃধা জেলার ২৪ জন প্রশিক্ষণাথীকে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইউনুছ আলী, পলাশবাড়ী উপজেলার উপ-সহকারী প্রকৌশলী আরিফুর রহমান, ফুলছড়ি উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, গোবিন্দগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ।

গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন এর সার্বিক পরিচালনায় উপস্থিত সকলকে দিনব্যাপি পানি সরবরাহ সম্পর্কিত বিভিন্ন পুরাতন ও নতুন উদ্ভাবিত প্রযুক্তি, প্রযুক্তির রক্ষণা বেক্ষণ ও মেরামত পদ্ধতি, মাঠ পর্যায়ে বাস্তবায়ন পদ্ধতি এবং পানি সরবরাহ প্রযুুক্তি বাস্তবায়নে বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ কর্মশালা শেষে উপস্থিত ২৪ জন প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়।

Spread the love