বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাইবান্ধায় প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধে সচেতনতা বিষয়ক সেমিনার

গাইবান্ধা প্রতিনিধি ॥ প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধে সচেতনতা বিষয়ক সেমিনার আজ শনিবার গাইবান্ধার তুলসীঘাট শামছুল হক ডিগ্রী (অনার্স) কলেজে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ গাইবান্ধার প্রধান উপদেষ্টা জেলা দোকান মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান।

সেমিনারে কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেয়। কলেজের অধ্যক্ষ একরামুল হক খানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমকাল সুহৃদ সমাবেশ গাইবান্ধার উপদেষ্টা প্রফেসর সমীর কুমার সরকার।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন কলেজের উপাধ্যক্ষ নূরে আলম মোস্তফা, সংগঠনের উপদেষ্টা মো. আলম মিয়া, মায়া রানী পোদ্দার, সভাপতি অঞ্জলী রানী দেবী, সহ-সভাপতি কবি হাফিজুল হিলালী বাবু, সাধারণ সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন, সদস্য প্রভাষক এস এম শামীম সুলতান সুমন, মনজুরুল ইসলাম সোহেল, মোস্তফা হোসেন, মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন, সমকালের জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্ত্তী প্রমূখ।

সেমিনারে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান তার বক্তব্যে বলেন, অজ্ঞতার কারণে আজ প্রযুক্তির অপব্যবহার বেড়ে চলেছে। ফলে বিশৃঙ্খলা ঘটছে সমাজের বিভিন্ন স্তরে। তিনি প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকলকে দেশের কল্যাণে ভূমিকা রাখার আহবান জানান।

অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ একরামুল হক খান তার বক্তব্যে বলেন, সকলকে তথ্যপ্রযুক্তি সম্পর্কে জানতে হবে। কেননা যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। তবে অপসংস্কৃতি পরিত্যাগ করে সকলকে সুস্থ ধারার প্রযুক্তির সাথে সমন্বয় ঘটাতে হবে। তাহলেই সমাজে বিশৃঙ্খলার কোন সুযোগ থাকবে না।

Spread the love