শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাইবান্ধায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনামূলক যুব সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনামূলক যুব সমাবেশ ২০২০ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) এসকেএস (আরএচটিসি) প্রকল্প-২য় সাইকেল ও ভিএসও বাংলাদেশের আয়োজনে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহীদ মিনারে গিয়ে যুব সমাবেশের আলোচনা সভায় মিলিত হয়।

পৌর মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) আলমগীর কবির সৈকত ও যুব উন্নয়নের অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহমেদ খান। আরো বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের সহকারী পরিচালক খন্দকার জাহিদ সরোয়ার, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার-ইউথ অব ভিএসও বাংলাদেশ তাজিন হোসেন, প্রজেক্ট ম্যানেজার লাভলী খাতুন ও সাংবাদিক সরকার শহিদুজ্জামান প্রমুখ।

বক্তরা, বাল্য বিবাহ প্রতিরোধ করে আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জেলার মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জেলা রেজিস্ট্রার, জেলা তথ্য অফিসার এবং গণমাধ্যমের কর্মরত সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ।

Spread the love