শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় বাসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধা প্রতিনিধি : বাসদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং রুশ বিপ্লবের ১০১তম বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বাসদ আহবায়ক ও কেন্দ্রীয় পাঠচক্র কমিটির সদস্য এ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু। গাইবান্ধা জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ফোরাম সদস্য সুকুমার চন্দ্র মোদক, ইসরাত জাহান, সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের স্বাধীনতার পর ৪৮ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধে প্রকৃত চেতনা শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ আজও প্রতিষ্ঠা হয়নি। প্রতিষ্ঠা হয়নি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র ও ভোটাধিকার, শিক্ষা কাজ, খাদ্য ও চিকিৎসার দাবিতে আন্দোলন করতে হচ্ছে। নারী নির্যাতন বেকারত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সমাজের সর্বস্তরের দুর্নীতি শেকড় গড়েছে।  বর্তমান সরকার ঢাকঢোল পিটিয়ে উন্নয়নের কথা প্রচার করলেও বাস্তবে তা অন্তস্বার শূন্য। উন্নয়ন হয়েছে মাত্র শতকরা ৫ ভাগ লোকের বাকি, ৯৫ ভাগ লোকের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সরকার ডিজিটাল নামক কালো আইন প্রবর্তন করে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে। বক্তারা আরো বলেন, অবিলম্বে বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত বহুমুখী টানেল নির্মাণ, গাইবান্ধায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, এটিআইকে কৃষি বিশ্ববিদ্যালয়ে রুপান্তর, গ্যাস সংযোগসহ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, রংপুর থেকে ঢাকাগামি দিবাকালিন আন্তঃনগর ট্রেন চালু, যানজট নিরসন, কৃষি ফসলের ন্যায্য মূল্য এবং ক্ষেত মজুরদের সারা বছরের কাজের নিশ্চয়তার দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, আমাদেরকে রুশ বিপ্লব থেকে শিক্ষা নিয়ে এদেশের শোষণ মুক্ত, ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণের সংগ্রামে সামিল হতে হবে। দ্বিদলীয় ধারার বাহিরে বাম বিকল্প গড়ে তুলতে হবে কারণ সমাজতন্ত্রই একমাত্র মুক্তির পথ।

Spread the love