শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় বেসরকারিভাবে জাপার প্রার্থী বিজয়ী

গাইবান্ধা প্রতিনিধি ॥ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাতীয় সংসদের দ্বিতীয়-দফা উপ-নির্বাচনে জাপা মনোনীত প্রার্থী উপজেলা জাপার সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) ১শ’ ৯টি ভোট কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ফলাফলে আ.লীগ প্রার্থী আফরুজা বারীর চেয়ে ১০ হাজার ১৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দুই-একটি বিছিন্ন ঘটনা ছাড়া নজীর বিহীন নিরাপত্তার মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোট গণনার পর ১০৯টি কেন্দ্রের মধ্যে ১শ’ ৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে জাপার প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) ৭৮ হাজার ৯শ’ ২৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আ.লীগ প্রার্থী আফরুজা বারী পেয়েছেন ৬৮ হাজার ৯’শ ১৩ ভোট।

এছাড়া এনপিপি প্রার্থী জিয়া জামান খান (আম) মার্কা পেয়েছেন ৪শ’ ১৭ ও গণফ্রন্ট প্রার্থী শরিফুল ইসলাম (মাছ) মার্কা পেয়েছেন ৭শ’ ১১ ভোট। আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সাহতাব হোসেন বেসরকারিভাবে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) মার্কাকে ঘোষণা করেন। ভোটের হার শতকরা ৪৫.০৯ ভাগ।

উল্লেখ্য, উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌর এলাকার ১০৯টি ভোট কেন্দ্রে ৩ লাখ ৩৮ হাজার ৫শ’ ৫৬ জন ভোটার ভোট প্রদান করেন।

Spread the love