শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাইবান্ধায় মাদক মামলায় বাস সুপারভাইজারের মৃত্যুদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় মাদক মামলায় বাস সুপারভাইজারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ রায় দেন জেলা দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক।

দণ্ডপ্রাপ্ত রবি দাস বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা গ্রামের বেচু রাম দাসের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৪ নভেম্বর গাইবান্ধার পলাশবাড়ীতে গাইবান্ধা থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাস নওশা পরিবহনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় বাসের পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাঁচটি পলিথিনের প্যাকেট থেকে ৪৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে ডিবি পুলিশ। হেরোইন বহনের অভিযোগে বাসের সুপারভাইজার রবি দাসকে আটক করে পুলিশ। পরের দিন রবি দাসকে আসামি করে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন গোয়েন্দা পুলিশের এসআই মো. সাজু মিয়া। 

রাষ্ট্র পক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি। ২৫ গ্রাম হেরোইন রাখা বা ব্যবসা করার অপরাধে ফাঁসির আদেশ হয়। সেখানে আসামির কাছে ৪৩০ গ্রাম হেরোইন পাওয়া গেছে। সে একজন মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত।

আসামি পক্ষের আইনজীবী মাসুদার রহমান বিশ্বাস বলেন, আমরা ন্যায় বিচার পাইনি। তাই উচ্চ আদালতে আপিল করা হবে।

Spread the love