শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাইবান্ধায় ২৪ ঘন্টায় ১০৫ জনের করোনা পজিটিভ

গাইবান্ধায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা ও রংপুর পিসিআর ল্যাবে পাঠানো নমুনায় ১০৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাতে গাইবান্ধা সিভিল সার্জন এবিএম আবু হানিফ এক অনলাইন কোভিড-১৯ রোগী প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, ১৫ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ৫৫৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও রংপুর এবং বগুড়া আরটি- পিসিআর মেশিনে পাঠানো হয় এবং নতুন করে আরও ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার রাতে ৫৮১ জনের রিপোর্ট পাওয়া যায়। এদের মধ্যে মোট ১০৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

এনিয়ে জেলায় মোট ৩৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১০৫ জনের মধ্যে গাইবান্ধা সদরে ২৫, সাদুল্লাপুর উপজেলায় ৩ জন, পলাশবাড়ী উপজেলায় ১০ জন, ফুলছড়ি উপজেলায় ৭ জন, সুন্দরগঞ্জ উপজেলায় ১০ জন, সাঘাটা উপজেলায় ৭ এবং গোবিন্দগঞ্জ উপজেলায় ৪৩ জন। 

জেলায় করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৪৭ জন। মোট আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩৭ জন।

Spread the love