শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৩য় শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি : সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের ঝাউবাড়ি গ্রামে ৩য় শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় আসামি বিনয় চন্দ্র দাসকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ (১৮ আগস্ট) শনিবার এলাকাবাসির উদ্যোগে ঝাউবাড়ি গ্রামে এক মানববন্ধনের কর্মসূচী পালিত হয়।  উল্লেখ্য, সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের ঝাউবাড়ি গ্রামে ১৪ আগস্ট রাতে (আকাশ কুমার দাস) বাড়ির পার্শ্ববর্তী মনোহারী দোকানে টিভি দেখতে যায়। এরপর একই এলাকার লম্পট বিনয় চন্দ্র মোবাইলে গেম খেলার কথা বলে তাকে ফুসলিয়ে বাড়ির পার্শ্ববর্তী বাঁশঝাড়ে নিয়ে জোর পূর্বক বলাৎকার করতে থাকে। এ ঘটনায় শিশুটি চিৎকার করতে থাকলে শিশুটির দাদি রেনুবালা ঘটনাস্থলে উপস্থিত হইলে আসামি বিনয় চন্দ্র দাস দৌড়িয়ে পালিয়ে যায়।

এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্বপন চন্দ্র দাস বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছে। এদিকে মামলা দায়েরের পর থেকে বিনয় চন্দ্র ও তার পরিবার বাদির পরিবারকে নানা ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

মানববন্ধন চলাকালে শিশুটির বাবা স্বপন চন্দ্র দাসসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য রউফ মিয়া, ইউপি সদস্য মো.ডিপটি মিয়া, সুভাশ রায়, অনুপম দে প্রমুখ।

Spread the love