মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন শনিবার

গাইবান্ধা প্রতিনিধি : বহুল আলোচিত মোটর পরিবহন শ্রমিকদের বৃহৎ সংগঠন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ-৪৯৪, ১৯৮৫ খ্রি.) ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন আগামীকাল (২৯ ফেব্রুয়ারি) শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটগ্রহনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পেির্বশে সংগঠনের সাধারণ শ্রমিক সদস্যরা নিরাপদ নির্বিঘেœ ভোটপ্রদানে গঠিত ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বাদশা প্রধান জানান ভোট গ্রহনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন শুধু ভোটগ্রহন সস্পন্নসহ ফলাফল ঘোষণার কাজ অবশিষ্ট।অতীতের যেকোনো নির্বাচনের তুলনা মূলক মাসাধিক সময় ধরে ব্যয়বহুল প্রচার-প্রচারনা, জল্পনা-কল্পনা, আলোচনা-সমালোচনা, পর্যালোচনা, প্রতিক্রিয়া, আশা-প্রত্যাশা সামনে রেখে আজ সেই কাঙ্খিত ২৯ ফেব্রুয়ারি-২০২০ ত্রিবার্ষিক সাধারন নির্বাচন। নাওয়া-খাওয়া ছেড়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তাদের অবিরাম সবধরনের প্রচারনার ব্যাপকতার মাত্রা ছাড়িয়ে শেষ মূহুর্ত্বে তাদের ভোটাংকের হিসেব-নিকেশের বিষয়টি নিয়ে চুল-চেঁরা হিসেব কষছেন। জয়-পরাজয়ের ক্ষেত্রে তাদের নিজস্ব ভোটব্যাংকের সারিতে প্রতিদ্বদ্বি অপর কেউ যাতে ভাগ বসাতে না পারেন সেদিক সজাগ দৃষ্টি রেখেই প্রার্থীরা হাঁটছেন।     বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের আওতাভুক্ত গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে একজন প্রিজাইডিং, ৬ জন সহকারি প্রিজাইডিং ও ১২ জন পোলিং অফিসার নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া অনুপস্থিত জনিত কারনে আরো একজন প্রিজাইডিং অফিসারকে অপেক্ষমান অতিরিক্ত নিয়োগসহ ২০জনের নিয়োগ ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। অপরদিকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে র‌্যাব ও পুলিশ ছাড়াও আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থার বিভিন্ন পর্যায়ের শতাধিক সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনে সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকবেন বলে  জানা যায়।   সংগঠনের পলাশবাড়ীস্থ প্রধান কার্যালয়ের আওতায় পৃথক ১০টি আঞ্চলিক শাখার সাধারন শ্রমিক সদস্য ভোটার ছাড়াও সর্বস্তরের সচেতন সবার দৃষ্টি এখন নির্বাচনি শেষ ফলাফলের দিকে। সংগঠনের কার্যকরি কমিটির ১৩ পদের বিপরীতে ১৫ জন শ্রমিক নেতা নির্বাচিত হবেন। তন্মধ্যে ধর্মীয় সম্পাদকের একটি পদে মনোনয়ন দাখিলকারীর কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় সর্বশেষ এদিন ১২ পদে মোট ৩৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে ৩ জন, কার্যকরি সভাপতি ২, সহ-সভাপতি ২, সাধারণ সম্পাদক পদে ২, সহ-সাধারন পদে ৪, সাংগঠনিক সম্পাদক ৩, অর্থ সম্পাদক ৩, সড়ক সম্পাদকের পৃথক ২ টি পদে ৩, দপ্তর সম্পাদক ২, ক্রীড়া সম্পাদক ২, প্রচার সম্পাদক ৪ এবং কার্যকরি সদস্য পৃথক দু’টি পদের বিপরীতে ৭ জনসহ ৩৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করছেন।    সংগঠনটির অতীত-বর্তমান এবং ভবিষ্যত নেতৃত্বের ক্ষেত্রে নানা সমীকরণের বিচার-বিশ্লেষণে বিশেষ করে সবার দৃষ্টি পড়েছে সভাপতি ও সাধারন সম্পাদকের দু’টি পদে প্রার্থীদের সর্বশেষ ফলাফলের দিকে। সভাপতি পদে ৩ এবং সাধারন সম্পাদক পদে ২ জনসহ মোট ৫ জন প্রার্থী এ দু’টি পদে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছেন। মোট ভোটার সংখ্যা ১৩২৪ জন।

Spread the love