বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে এইচএসসির ফল

জাতীয় সংসদে এইচএসসি ও সমমান পরীক্ষার ৩টি বিল পাশ হওয়ার পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে। আর গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল দেয়া হবে। ইতোমধ্যে শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশের প্রস্তুতি শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ওই সূত্র জানায়, বৃহস্পতিবার জাতীয় সংসদে এইচএসসির ফল প্রকাশে তিনটি বিল ইত্থাপন করা হয়েছে। বিল তিনটি যাচাই-বাছাই শেষে বিল তিনটি শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সেটি অনুমোদনের সুপারিশ করেছেন। এটি যেদিন চূড়ান্ত অনুমোদন দেয়া হবে সেদিনই গেজেট আকারে প্রকাশ করা হবে। এর পর তিন দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে গ্রেড মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, আমরা এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কাজ শুরু করে দিয়েছি। এইচএসসির ফল প্রকাশের গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে রেজাল্ট দেয়া হবে।

প্রসঙ্গ, গত সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, আগামী ২৮ জানুয়ারির মধ্যে ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

Spread the love