শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে জাতীয় কৃষক সমিতির উপজেলা ঘেরাও স্মারক লিপি পেশ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় কৃষক সমিতির আয়োজনে উপজেলা ঘেরাও স্মারক লিপি পেশ ও সমাবেশ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির পলিট ব্যুরোর সদস্য ও জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ইসলাম গোলাপ।
গোলাপবাগ সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে, জাতীয় কৃষক সমিতি, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি আউয়াল বিএসসি’র সভাপতিত্বে উক্ত সমাবেশে সন্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি সংসদীয় দলের জাতীয় সংসদ সদস্য কমরেড অধ্যাপক ইয়াছিন আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক সমিতি গাইবান্ধা জেলা শাখার সভাপতি কৃষক নেতা মোছাদ্দেক আহম্মেদ বুলবুল, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ওয়ার্কার্স পাটির সম্পাদক কমরেড এম এ মতিন মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়য়ার্কার্স পাটি, সাঘাটা উপজেলা শাখার সম্পাদক কমরেড মিলন কান্তি সরকার, জাতীয় কৃষক সমিতি, উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবমৈত্রী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুকুল মিয়া প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবমৈত্রী উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম। বক্তারা বলেন, সার, কীটনাশক, ডিজেল, কৃষি, বিদ্যুৎ, কৃষি উপকরণের দাম কমাও কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য দাও, সকল কৃষকভূমিহীনদের রেশনিং ব্যবস্থা ও বয়স্ক ভাতা চালুসহ বাস্তহারাদের বাড়ী, গুচ্ছগ্রাম স্থাপন এবং ভূমিহীনদের খাসজমি বন্দোবস্ত দেয়ার দাবী জানান সরকারের প্রতি। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর জাতীয় কৃষক সমিতি গোবিন্দগঞ্জ উপজেলা শাখা ভূমিহীনের দাবী সমম্বিলিত স্মারক লিপি প্রদান করেন।

Spread the love